রাজ্যে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল BJMTU - Bangla Hunt

রাজ্যে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল BJMTU

By Bangla Hunt Desk - July 10, 2020

বাপ্পাই দত্ত ; করোনা পরিস্থিতির জন্য রাজ্যে বিভিন্ন সংগঠন থেকে রক্তদান শিবিরের জোগান কমে যাওয়ায় রাজ্যের ব্লাড ব্যাংক গুলির কাছে রক্ত সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট কমানোর জন্য বিভিন্ন বিধানসভায় বিজেপির ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের (BJMTU) উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ।

আজ হুগলি জেলার অন্তর্গত আরামবাগে ৪১ নম্বর জেলা পরিষদে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের (BJMTU) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্ত রক্তদান শিবিরে BJMTU এর ৫০ জন নেতাকর্মী রক্ত দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJMTU এর আরামবাগ জেলা সভাপতি শুভাশীষ দত্ত, জেলা সাধারণ সম্পাদক পিন্টু ছড়ি, জেলা কমিটির সদস্য প্রদীপ কুর্তি, বিজেপি ৪১ মন্ডল প্রেসিডেন্ট শান্তনু পাল, বিজেপি ৫০ প্রেসিডেন্ট জানকি আদক, এবং BJMTU জেলা সাধারণ সম্পাদিকা সুমিত্রা সামন্ত।

অন্যদিকে শ্রমিক সংগঠনের জেলা অফিস উদ্বোধন
করলেন বিজেপি রাজ্য সম্পাদক বিবেক শংকর। বিজেপি রাজ্য সম্পাদক বিবেক শঙ্কর মহাশয় জানান , ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এর হাত ধরে পশ্চিমবঙ্গের সংগঠিত এবং অসংগঠিত সংগঠনের শ্রমিক আন্দোলনের এক নতুন ইতিহাস তৈরি হবে। BJMTU এর হাওড়া জেলা সভাপতি অলক গুপ্তা জানান, শ্রমিক নেতা বাবান ঘোষের নেতৃত্বে শ্রমিকদের ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন সংগঠন আমরা চালিয়ে যাচ্ছি ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর