BREAKING NEWS, রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের - Bangla Hunt

BREAKING NEWS, রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের

By Bangla Hunt Desk - March 23, 2020

১৬ ই মার্চ বছর ৫৭ এক প্রৌঢ় সল্টলেকের একটি বেসরকারি হসপিটালে জ্বর-সর্দি- কাশির উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হয় । ২১ শে মার্চ এসএসকেএম ও নাইসেডে নমুনা পরীক্ষায় ওই প্রৌঢ়র দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আজ কলকাতার একটি বেসরকারি হসপিটালে মৃত্যু হলো করোনা সংক্রামিত এই প্রৌঢ়র। সংক্রামিত ওই ব্যক্তির বাড়ি দমদমে। সূত্র থেকে জানা গেছে , তার বিদেশযাত্রা কোন রেকর্ড পাওয়া যায়নি।এই প্রথম পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু হল ,এর সাথে দেশে আরো একজন করোনায় মৃতের সংখ্যা বাড়ল।

করোনাভাইরাস এ এখনো পর্যন্ত ভারতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪১৫ ও মৃতের সংখ্যা বেড়ে আট । দেশজুড়ে জারি রয়েছে করোনা নিয়ে সর্তকতা। লকডাউন করা হয়েছে পুরো ভারতবর্ষকে।

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, অনেক মানুষ আছেন যারা লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। দয়া করে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। যথাযথভাবে সরকার নির্দেশিকা মেনে চলুন। আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করছি, আইন অনুযায়ী লকডাউন নিশ্চিত করুন।

বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারও সকল জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর