রাজ্যে পেট্রোল ও ডিজেলে’র দাম কমানো’র দাবী’তে মিছিল করলো মালদা জেলা বিজেপি - Bangla Hunt

রাজ্যে পেট্রোল ও ডিজেলে’র দাম কমানো’র দাবী’তে মিছিল করলো মালদা জেলা বিজেপি

By Bangla Hunt Desk - November 13, 2021

মালদাঃ ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় চরম অস্বস্তিতে পড়ে জনসাধারণ।

অবশেষে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমালেও রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট না কমানোই তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি এদিন হাতে প্লাকার্ড ও ঝান্ডা নিয়ে নেতা কর্মীরা মালদা শহরের জেলা বিজেপির পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিল শেষে হয় ফোয়ারা মোড়ে এবং কিছু ক্ষনের জন্য পথ সভা করে।

উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মালদা জেলা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি ও সম্পাদক বিশ্বজিৎ রায়, মালদা জেলা মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর