Breaking: রাজ্যে ঘূর্ণিঝড় আমফানের দাপটে মৃত ১০ - ১২ জন! ব্যাপক ক্ষতি দুই ২৪ পরগনায় - Bangla Hunt

Breaking: রাজ্যে ঘূর্ণিঝড় আমফানের দাপটে মৃত ১০ – ১২ জন! ব্যাপক ক্ষতি দুই ২৪ পরগনায়

By Bangla Hunt Desk - May 20, 2020

রাজ্যে স্থলভাগের প্রবেশ করেই তাণ্ডব শুরু করেছে সুপার সাইক্লোন আমফান। আমফানের দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যে ঘূর্ণিঝড় আমফানের দাপটে মৃত্যু হয়েছে ১০-১২ জনের। ব্যাপক ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনায়। একে তো করোনা তারওপর আমফানের ধ্বংসলীলায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল বেলায় স্থলভাগের প্রবেশ করেছে ঘূর্ণিঝড় আমফান। তারপর থেকেই স্থলভাগের প্রবল তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আমফান। আমফান এর দাপটে ভেঙে গেছে শয়ে শয়ে মাটির বাড়ি। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। উড়ে গেছে বাড়ির চাল। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে শয়ে শয়ে গাছ। নবান্ন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ, নামখানা এবং উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এলাকায় ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব চলছে। সবাইকে সুরক্ষিত স্থানে থাকার অনুরোধ করা হয়েছে। আমফান পরিস্থিতি নিয়ে আজ কন্ট্রোলরুমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই রাজ্যে ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে রাজ্যের দক্ষিণবঙ্গ পুরোপুরি বিধ্বস্ত। পাশাপাশি এই নিয়ে কেন্দ্রকেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন পরিস্থিতিতে মানবিক কারণেই সাহায্য চাওয়া হচ্ছে, তাই কেন্দ্রেকে আবেদন এ নিয়ে রাজনীতি করবেন না।

ইতিমধ্যেই রাজ্যে আমফানের প্রভাবে মৃত্যু হয়েছে ১০-১২ জনের। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বসিরহাট মহকুমার মাটিয়া এলাকায় ঘূর্ণিঝড় আমফান এর দাপটে মৃত্যু হয়েছে মোহন্ত দাস (২০) নামে এক ব্যক্তির। জানা গেছে প্রবল ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। মৃতের বাড়ি মমিনপুরে। এছাড়াও আমফানে মৃত্যু হয়েছে নুরজাহান বেওয়া নামক এক মহিলার। তিনি বসিরহাটের মিনাখাঁর বাসিন্দা ছিলেন। ঘাড়ে গাছের ডাল ভেঙে তার মৃত্যু হয়। অন্যদিকে হাওড়ার বি গার্ডেন এলাকায় প্রাণ হারিয়েছেন এক কিশোরী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর