Amrita Sen: রাজ্যের দেওয়া 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন - Bangla Hunt

Amrita Sen: রাজ্যের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

By Bangla Hunt Desk - July 25, 2022

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amrita Sen)। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল অমর্ত্য সেনকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হবে। তালিকায় নাম রিয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজনের। কিন্তু সরকারের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হয়েছে তিনি এই পুরষ্কার গ্রহণ করছেন না।

আরো পড়ুন- Partha Chatterjee: আগামীকাল সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর AIMS-এ নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

তবে তার পিছনের কারণ কী, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে অমর্ত্য বিদেশে রয়েছেন। সোমবার পুরস্কার দেওয়ার দিন তিনি কলকাতায় হাজিরও থাকতে পারবেন না। কিন্তু আচমকা কেন এই পুরষ্কার প্রত্যাখ্যান। এর নেপথ্যেও কারণ হিসেবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারিকেই দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ।

বাম নেতা সুজন চক্রবর্তী আগের দিনই অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি জানিয়েছিলেন। উল্লেখ্য, সোমবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এই সর্বোচ্চ সম্মান প্রদানের অনুষ্ঠান র‍য়েছে। বঙ্গবিভূষণ এর সঙ্গেই বঙ্গভূষণ সহ আরও একাধিক পুরষ্কার দেওয়া হবে আগামিকাল।

সোমবার রাজ্য সরকারের তরফে অন্য বিশিষ্টদের পাশাপাশিই নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ছিল। একটি সূত্রের দাবি, অভিজিৎ আপাতত ফ্রান্সে রয়েছেন। ফলে অনুষ্ঠান মঞ্চে তিনিও সম্ভবত থাকবেন না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর