দ্বিগুণ রাজস্ব আদায়ের লক্ষ্যে মদ বিক্রি বাড়ানোর সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে ডেপুটেশন মহিলা সংগঠনের - Bangla Hunt

দ্বিগুণ রাজস্ব আদায়ের লক্ষ্যে মদ বিক্রি বাড়ানোর সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে ডেপুটেশন মহিলা সংগঠনের

By Bangla Hunt Desk - September 15, 2020

বালুরঘাট, ১৫ সেপ্টেম্বর- যুবক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে মদ বিক্রির ওপর উৎসাহ ভাতা চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামলো মহিলা সংগঠন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন জেলা আফগানি দপ্তরের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে সম্প্রতি আমাদের বিক্রির উপর উৎসাহ ভাতা চালু করেছে রাজ্য সরকার। নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় মদ বিক্রি করতে পারলে মিলবে উৎসাহ ভাতা তাছাড়া শাস্তির ব্যবস্থাও রয়েছে। আর এমন ঘটনায় বাংলার যুবক সম্প্রদায় ধ্বংসের মুখে পড়বে বলে মনে করছেন অল ইন্ডিয়া সাংস্কৃতিক মহিলা সংগঠন। সংগঠনের দাবী সরকারি নির্দেশকে সামনে রেখে দিনের পর দিন মদ বিক্রি বৃদ্ধি করবে অসাধু ব্যবসায়ীরা। আর যার ফলে বাংলার যুব সমাজ চরম ক্ষতির মুখে পড়বে। এমন ঘটনার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে নন্দা সরকার জানিয়েছে, রাজ্যের হঠকারী সিদ্ধান্তে ধ্বংসের মুখে পড়বে যুবসমাজ। গ্রামবাংলায় বাড়বে হিংসা মারামারি আর যার প্রতিবাদী তাদের এই আন্দোলন। এদিন আবগারি দফতরের ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামীতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাদের আন্দোলন চলতেই থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর