BREAKING: রবিবার থেকে বাংলায় খুলে যাচ্ছে মন্দির-মসজিদ-গির্জা, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

BREAKING: রবিবার থেকে বাংলায় খুলে যাচ্ছে মন্দির-মসজিদ-গির্জা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - May 29, 2020

এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকে বাংলায় মন্দির মসজিদ গির্জা সহ সমস্ত ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। যদিও এই সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলা রাখার ব্যাপারে একগুচ্ছ নিয়ম মেনে চলার নির্দেশ দেন তিনি। এই সকল স্থানে সকলকে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে হবে বলে জানান তিনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সকল ধর্মীয় স্থানে কোন রকম জমায়েত করা যাবে না।

নবান্নে সাংবাদিক সম্মেলন করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “রেল মন্ত্রক ১ জনের আসনে ৩-৪ জন করে লোক পাঠাচ্ছে, তাহলে মন্দির মসজিদ কি দোষ করল? তাই ১ জুন বেলা ১০ টা থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলা থাকবে”। তবে ধর্মীয় স্থান গুলিতে কোনোভাবেই জমায়েত করা চলবে না এবং একবারে ১০ জনের বেশি ঢোকাও যাবে না। কোন অবস্থাতেই ধর্মীয় স্থানে কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, মানুষ ঢুকে পূজা দেবেন, প্রার্থনা করবেন, বেরিয়ে আসবেন। আর এই সমস্ত নিয়ম নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় দেখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। তিনি আরো বলেন এর পরে নিয়ম ভাঙলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর