যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার - Bangla Hunt

যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার

By Bangla Hunt Desk - May 02, 2023

নিউজ ডেক্সঃ বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা জনার্দন মিশ্র (Janardan Mishra)। বর্তমান সময়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন পদক জয়ী কুস্তীগিররা। সর্বভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন কুস্তীগিররা।

ইতিমধ্যে কুস্তীগিরদের ধর্না মঞ্চে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মহিলা কুস্তীগিরদের পাশে বসে থাকা প্রিয়াঙ্কা গান্ধীর ছবি টুইটারে শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করলেন জনার্দন মিশ্র। তিনি প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার (Mia Khalifa) প্রসঙ্গ টেনেছেন। গত ২৯ এপ্রিল এক টুইট বার্তায় জনার্দন মিশ্র ছবি পোস্ট করে লেখেন, ‘মিয়া খলিফা কুস্তীগিরদের বিক্ষোভের সমর্থনে আসেননি???

সেও তো একজন রেসলিং চ্যাম্পিয়ন ভাই…!!’। এদিকে বিজেপি নেতার এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি নেতার কমেন্ট বক্সে বহু মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই বলেছেন, মহিলাদের সম্মান দিতে জানেন না বিজেপি নেতা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর