যা আছে সব উজাড় করে দেব, Abhishek-কে দেখে চোখে জল বক্সির; দিল্লিই লক্ষ্য, পরামর্শ সুব্রতর - Bangla Hunt

যা আছে সব উজাড় করে দেব, Abhishek-কে দেখে চোখে জল বক্সির; দিল্লিই লক্ষ্য, পরামর্শ সুব্রতর

By Bangla Hunt Desk - June 07, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছেন। এবার তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তাই তাঁকে কাছে পেয়ে আর আবেগ চেপে রাখতে পারলেন না সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই জড়িয়ে ধরলেন তিনি। চোখের জলে সুব্রত বক্সী তাঁকে বললেন, ‘যা আছে জীবনে সব তোকে উজাড় করে দেব’।

আরো পড়ুন- ‘দম বন্ধ করে দেব,’ তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পদ পেয়ে শিষ্টাচার ভোলেননি তিনি। দলে গুরুজনদের আর্শিবাদ নিতে রবিবার প্রথমেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের মহাসচিবের কাছে পরামর্শ দেন। অভিষেকের প্রশংসা করে পার্থ বলেন,”মমতা ছাড়া তৃণমূলে এখন আর একটা মুখ অভিষেক।”

অভিষেকের পরের গন্তব্য সুব্রত বক্সির (Subrata Bakshi) ভবানীপুরের বাড়ি। গতকাল পর্যন্ত তিনিই ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই পদে এসেছেন অভিষেক। অনুজকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন সুব্রত বক্সি। বলেন,”যা আছে জীবনের সব তোকে উজাড় করে দিয়ে দেব।” ‘মমতাদি’র কথা বলতে গিয়ে রীতিমতো চোখে জল আসে সুব্রত’র। মুখে বললেন, মমতাদির কষ্ট দেখেও উপেক্ষা করতে হয়েছে। কী কষ্ট করেছেন ভদ্রমহিলা। এরপর সুব্রতকে জড়িয়ে ধরেন অভিষেক। বললেন, তোমাকে সুস্থ থাকতে হবে। আর এভাবেই তৈরি হয় পুরোনো নতুনের এক অনবদ্য
মেলবন্ধন। এরপর গড়িয়াহাটে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়িতে যান তিনি। অভিষেককে সুব্রত পরামর্শ দেন,”এখন একটাই লক্ষ্য হওয়া উচিত দিল্লিতে নিজেদের শক্তি বৃদ্ধি করা।”

পরে অভিষেক (Abhishek Banerjee) টুইট করেন,”নতুন যাত্রার সূচনায় আজ সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির আশীর্বাদ নিলাম। তাঁদের নেতৃত্ব ও কার্যশৈলী আমাকে অনুপ্রাণিত করেছে। তাঁদের কাছ থেকে যা শিখেছে, সেজন্য চিরঋণী থাকব।”

দলে নতুন দায়িত্ব পেয়েছেন। তাও আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজে যুবা হওয়ায় নবীনদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কিন্তু প্রবীণদেরও দরকার অভিষেকের। সেই ভারসাম্য রক্ষা করে চলতে হবে তাঁকে। দক্ষ রাজনীতিকের মতো প্রথম দিন থেকে সেই কাজটাই শুরু করলেন অভিষেক, মত রাজনৈতিক মহলের একাংশের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর