Ajit Doval: মোদিজীর উপর আস্থা রাখুন, অগ্নিপথ বাতিলের কোন প্রশ্নই নেই ', দোভাল - Bangla Hunt

Ajit Doval: মোদিজীর উপর আস্থা রাখুন, অগ্নিপথ বাতিলের কোন প্রশ্নই নেই ‘, দোভাল

By Bangla Hunt Desk - June 21, 2022

অগ্নিপথ প্রকল্প নিয়ে তোলপাড় গোটা দেশ। অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। এর মধ্যেই এনিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অর্থাত্ দোভালকে দিয়েও এই প্রকল্পের ভালোমন্দ নিয়ে বিক্ষোভকারীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করল কেন্দ্র।

আরো পড়ুন- ‘বৃহত্তর জাতীয় স্বার্থে’ তৃণমূল কংগ্রেস ছাড়লেন যশবন্ত সিনহা! শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে দোভাল বলেন, ‘বিক্ষোভের চাপে পড়ে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করার কোনও সম্ভাবনাই নেই। বরং বিক্ষোভকারীদের বলব মোদীজির উপরে আস্থা রাখুন।’ দোভাল আরো বলেন, ‘এমন একটা সময় আসছে যখন অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এর জন্য তরুণ যোদ্ধাদের প্রয়োজন। লড়াইয়ে দ্রুত জায়গা করে নিচ্ছে প্রয়ুক্তি। ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে আমাদের বদল করতেই হবে।’

কী রয়েছে অগ্নিপথ প্রকল্পে?

দোভাল বলেন, অগ্নিপথ প্রকল্পের ভেতরে কী রয়েছে তা ভালোভাবে দেখা উচিত। ২০১৪ সালে ক্ষমতার আসার পরই দেশকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেন নরেন্দ্র মোদী। তার মধ্য়ে একটি হল এই অগ্নিপথ। মূলত চারভাগে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাগ করা যেতে পারে। এগুলি হল যুদ্ধ সরঞ্জামে বদল, পরিকাঠামোয় বদল, প্রযুক্তিতে বদল, সেনা ক্ষমতায় বদল ঘটিয়ে ভবিষ্যতের জন্য দেশকে তৈরি করা। অর্থাত্ দেশকে শক্তিশালী করে গেল সেনায় বদল আনতেই হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর