তৃণমূলের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে সরব, বিজেপির জেলা সভাপতি - Bangla Hunt

তৃণমূলের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে সরব, বিজেপির জেলা সভাপতি

By Bangla Hunt Desk - April 08, 2020

বালুরঘাট ৮ এপ্রিল; তৃণমূলের বিরুদ্ধে রেশন দূর্নীতির অভিযোগে ফের সরব হল দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি। এদিন জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন বিজেপির দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন।

যদিও জেলা তৃনমুলের তরফে বিজেপির নেতৃত্বের তোলা এই অভিযোগ অস্বিকার করা হয়েছে।

এদিকে জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মনের অভিযোগ কেন্দ্রীয় সরকার থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়,প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনার অধীনে আগামী ৩ মাস রেশনে বিনামুল্যে মিলবে ৫ কিলো চাল, গম,১ কিলো ডাল।

কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তা মানা হচ্ছে না । বিজেপির দাবী, প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনার অধীনে আগামী ৩ মাস রেশনে বিনামূল্যে মিলবে ৫ কিলো চাল, গম,১ কিলো ডাল । কেন্দ্র সরকারের এই অর্ডারের উপর ভিত্তি করে রাজ্য সরকারের একটি অর্ডার জারি করার কথা। কিন্তু রাজনৈতিক অভিসন্ধির জন্য রাজ্য সরকার তা করছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ।

বিজেপির জেলা সভাপতির আরো অভিযোগ, বড় রেশন কার্ডের রেশন বিলির কুপন বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের বুথ সভাপতির মাধ্যমে বিলি করা হচ্ছে। প্রমান স্বরুপ দলের তরফে একটি টেলিফোনের ভয়েস রেকর্ড তুলে দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার এক মহিলা ও এক ব্যাক্তির দুই প্রান্তের কুপন বিলি নিয়ে কথোপকথন শোনা যাচ্ছে।বিজেপির জেলা সভাপতির অভিযোগ, বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) এর নির্দেশেই পার্টির কর্মীদের দিয়েই তা বিলি করানো হচ্ছে। এই কুপন পঞ্চায়েতের কর্মীদের মাধ্যমে করানোর কথা থাকলেও তা করানো হচ্ছে না ।যদিও বালুরঘাটের বিডিও অফিসের তরফে এই অভিযোগ অস্বিকার করা হয়েছে।

এপ্রসঙ্গে বিজেপির দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন সাংবাদিকদেরকে জানান, সমগ্র ভারত যখন করোনা ভাইরাসের কারনে লকডাউনের মধ্যে আছে, সেখানে যারা গরীব মানুষ জন আছেন,তাদের জন্য কেন্দ্র সরকার বিনামুল্যে রেশন দেওয়ার কথা ঘোষনা করে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিশেষত দক্ষিন দিনাজপুর তা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার সাধারন মানুষ তা পাচ্ছে না। সেই কারনে আমরা মাননীয় জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি”।

অন্যদিকে জেলা তৃনমুলের কার্যকরি সভাপতি দেবাশীষ মজুমদার বিজেপির তোলা অভিযোগ অস্বিকার করে জানান বিজেপি তৃনমুলকে দোষারোপ করে জনরোষ থেকে নিজেদের বাচাতে চাইছে। সরকারি কাজ কখনও দলিয় কর্মীদের দিয়ে করা হচ্ছে, এরকম উদ্ভট চিন্তা একমাত্র বিজেপির মাথায় এলেও অন্য কেউ বিশ্বাস করবে না বলে তিনি জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর