মে দিবস পালন করলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন - Bangla Hunt

মে দিবস পালন করলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন

By Bangla Hunt Desk - May 01, 2020

মালদা,১ মে : সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।

শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে সংগঠনের সদস্যরা উপস্থিত হন মালদা স্টেট ট্রান্সপোর্টে।

শ্রমিক নেতা নজরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে যারা মারা গিয়েছেন এবং প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা।

অন্যদিকে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাম শ্রমিক সংগঠন অনুমোদিত মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক মে দিবস। সেখানেও সংগঠনের সদস্যরা করোনা মোকাবিলায় মুখে মাস্ক ব্যবহার করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর