মেঘালয়ে কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক - Bangla Hunt

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক

By Bangla Hunt Desk - November 25, 2021

মেঘালয়ে কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক। মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র বিধায়ক ৪০ জন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় মোট ৪০টি আসন রয়েছে শাসক জোট এনডিএ-র হাতে। এতদিন কংগ্রেসের পক্ষে ছিল মোট ১৮টি আসন। বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন মুকুল সাংমা। কিন্তু, এদিন ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ায়, মেঘালয় বিধানসভায় জাতীয় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়ালো মাত্র ৬ জন। প্রধান বিরোধী দলের তকমাও হারালো তারা। তার জায়গায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের প্রধান বিরোধী দল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

কেন এই দল বদল? এখনও মুকুল সাংমা বা অন্যান্য দলবদলুদের কাছ থেকে কিছু না জানা গেলেও, সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন মুকুল সাংমা। পার্টিতে কোণঠাসা বোধ করছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি। তারপরই এই দলবদলের ঘটনা ঘটল। তবে, মুকুল সাংমা অ্যান্ড কোং-এর সঙ্গে যোগাযোগের নেপথ্যে তৃণমূলের কোন নেতারা ছিলেন, তা এখনও জানা যায়নি। অনেকেই মনে করছেন এটা জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ম্যাজিক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর