মৃত্যুর দিন ফ্ল্যাটে কি করেছিল সুশান্ত! জানালো মুম্বাই পুলিশ - Bangla Hunt

মৃত্যুর দিন ফ্ল্যাটে কি করেছিল সুশান্ত! জানালো মুম্বাই পুলিশ

By Bangla Hunt Desk - June 14, 2020

– সবসময়ই ভোরবেলা ঘুম থেকে উঠতেন সুশান্ত সিং রাজপুত, ঘটনার দিনও সকাল ৬-৬:৩০ মিনিট নাগাদ ঘুম থেকে উঠেছিলেন সুশান্ত।

– তারপর তিনি ঘুম থেকে উঠে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন।

– সকাল সাড়ে ৯ টা দিকে সুশান্ত ডালিমের রস খান।

– সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর রান্না করার রাধুনী দুপুরের খাবারের জন্য কী করবে সুশান্ত জিজ্ঞেস করে, কিন্তু সে ঘর থেকে বেরিয়ে আসেন নি এবং দরজায় নক করার পরেও কেনো সাড়াও পাওয়া যায় নি ।

– সকাল ১১-১১:৩০ টা নাগাদ, বাড়ির সহায়তা কর্মীরা আবারও দরজায় নক করে, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।

– দরজার নক করে কোন সাড়া না পাওয়ায় , সুশান্তের কর্মীরা তার মোবাইল ফোন করে কিন্তু সে ফোন তুলছিল না।

-তখন রাঁধুনি সুশান্ত সিং রাজপুতের বোনকে ফোন করে ঘটনাটি জানায়, তার এক বোন মুম্বাইতে থাকেন এবং তাকে আসতে বলেন।

– বোন আসার পরে ফ্লাটের মূল নির্মাতাকে ডেকে চাবি আনাতে বলা হয়। ফ্লাটের মূল নির্মাতাকে দুপুর ১২:৪৫ নাগাদ ফোন করা হলে সে বেলা ১:৩০ মিনিট নাগাদ চাবি নিয়ে আসেন এবং সুশান্তের ফ্ল্যাটের দরজা খোলেন।

– দরজা খোলার পর তারা সুশান্ত সিং রাজপুত কে সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

– অভিনেতা সুশান্ত সবুজ রঙের কুর্তা থেকে একটি গোঁজ বেঁধেছিলেন।

– তারপর ফ্লাটের কর্মীরা সুশান্তের লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায় এবং অ্যাম্বুলেন্স ও মুম্বাই পুলিশকে খবর দেয় ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর