মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষ! পোড়ানো হল পুলিশের জিপ - Bangla Hunt

মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষ! পোড়ানো হল পুলিশের জিপ

By Bangla Hunt Desk - April 20, 2020

আলিপুরদুয়ার ২০ এপ্রিল ; বাঁকুড়ার পর এবার রাতের অন্ধকারে জলদাপাড়া জাতীয় উদ্যানে আলিপুরদুয়ারের তোপসিখাতা আয়ুষ কোভিড হাসপাতালে ভর্তি থাকা এক মৃত ব্যাক্তির দেহ কবর দেওয়াকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষ বাঁধে। অসমর্থিত সুত্র ও স্থানিও সুত্রের খবর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে পুলিশকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। উত্তেজিত জনতা পুড়িয়ে দেয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। এলাকায় ব্যাপক উত্তেজনা।

স্থানিও সুত্রে জানা গেছে আলিপুরদুয়ারের কোভিড১৯ হাসপাতাল তোপসিখাতার আয়ুষে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির দেহ জলদাপাড়া জাতীয় উদ্যানে মাটি চাপা দিতে গেলে,ধরে ফেলেন স্থানীয় জনতা। শুরু হয় পুলিশ-জনতা সংঘর্ষ। পুলিশের গাড়িতে দেদার ভাঙচুর। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের চারটি গাড়ি। গুরুতর জখম আটজন পুলিশ কর্মী।তাঁদের মধ্যে একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।অসমর্থিত সুত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।তাতেও জখম বেশ কয়েকজন গ্রামবাসী। এখনও থমথমে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া প্রধানপাড়া এলাকা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর