মুর্শিদাবাদ জেলার বড়ঞায় পথদুর্ঘটনায় মৃত ৪ - Bangla Hunt

মুর্শিদাবাদ জেলার বড়ঞায় পথদুর্ঘটনায় মৃত ৪

By Bangla Hunt Desk - March 14, 2022

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার অন্তর্গত মড্ডা গ্রামে সোমবার সাতসকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। জানা গিয়েছে গত রাত্রে ওই চার যুবক যাত্রা শুনতে অন্য গ্রামে গিয়েছিল, সারারাত বাড়ির বাইরে থাকার পর বাড়ি ফেরার সময় সোমবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার যুবকের। জানা গিয়েছে সোমবার সকালে ওই চার যুবক একটি মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকার একটি কালভাটে ধাক্কা মরলে ঘটনা স্থলে মৃত্যু হয় বেলগ্রামের বাসিন্দা দীপ বাগদি ও কল্যাণ বয়েন, বেলগ্রামে মামারবাড়ি বেড়াতে আসাকিরনাহারের বাসিন্দা রিনিত মাঝি ও তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদি। বড়ঞা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতলে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বড়ঞা থানার মড্ডা গ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।ঘটনার খবর পেয়ে বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে পৌঁছন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন ও প্রত্যেক মৃতদের পরিবারকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর