মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে দ্বিতীয় দিনের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো - Bangla Hunt

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে দ্বিতীয় দিনের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো

By Bangla Hunt Desk - December 22, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে ‘সরকার দুয়ারে দুয়ারে পৌঁছবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচি অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লকের বালিয়া পরেশ নাথ সিংহ উচ্চ বিদ্যালয়ে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ— এই সবক’টি প্রকল্প ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্প থেকে সুবিধা পেয়ে বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন, রাজ্য সরকার, বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের। উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,খড়গ্রাম ব্লকের আধিকারিক,কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম থানার আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের ইএ শিবশংকর কোনাই,পঞ্চায়েতের সেক্রেটারি সপ্তর্ষি রায়চৌধুরী,পঞ্চায়েতের এনএস সুব্রত কুমার সাহা, পঞ্চায়েতের সহায়ক সুশীল মুর্মূ, পঞ্চায়েতের সহায়ক প্রসেনজিৎ সাহা,পঞ্চায়েতের জিপিকে সুব্রত সাহা,পঞ্চায়েতের এস টিপি মিঠুন সাহা,পঞ্চায়েতের ভি এল ই বিবেকানন্দ মুখার্জি,পঞ্চায়েতের জি পি কে গোলক বাগদী, পঞ্চায়েতের টি সি অমল বাগদী,পঞ্চায়েতের জেএস বিদ্যাসাগর হাটি, পেরক তারাপ্রসন্ন অধিকারী, এস এল ও সুজন দাস,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বালিয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মহম্মদ রেজাউল সেখ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী ও ভি আর পি টিমের সদস্য ও সদস্যারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর