মুর্শিদাবাদের সুতিতে বন্ধ ঘরের ভিতরে স্বামী-স্ত্রী ও ১ মাসের মেয়ের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাপান উতর - Bangla Hunt

মুর্শিদাবাদের সুতিতে বন্ধ ঘরের ভিতরে স্বামী-স্ত্রী ও ১ মাসের মেয়ের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাপান উতর

By Bangla Hunt Desk - April 27, 2021

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সুতিতেবন্ধ ঘরের মধ্যে থেকে স্বামী-স্ত্রী ও ১ মাসের মেয়ের মৃতদেহ উদ্ধার হল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত নুরপুর ঘোষপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্রীমন্ত সিংহ (২৮), ববিতা দাস (২৩) ও শ্রীমতি সিংহ (১ মাস)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।এই ঘটনার বিষয়ে ববিতার বাবার অভিযোগ, শ্রীমন্ত ও ববিতার উপর অত্যাচার করত শ্রীমন্তর বাড়ির লোকজন। রবিবার রাতে তারাই ৩ জনকে খুন করেছে। আমরা সোমবার দুপুরে বিষয়টি জানতে পারার পরেই পুলিশে খবর দিই। পুলিশ সন্ধ্যায় বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও। তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর