মুর্শিদাবাদের কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পৌর প্রশাসকের বাড়ির সামনে - Bangla Hunt

মুর্শিদাবাদের কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পৌর প্রশাসকের বাড়ির সামনে

By Bangla Hunt Desk - February 06, 2022

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল চেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কান্দী পৌরসভার প্রশাসক দেবাশীষ চ্যাটার্জির বাড়ির সামনে। শনিবার রাত্রে কান্দীর শহরের ১১ নম্বর ওয়ার্ডের শিবরাম বাটি ষষ্ঠীতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে কান্দী শহর তৃণমূল কংগ্রেসের ১১ নম্বর ওয়ার্ড কমিটির শতাধিক কর্মিসমর্থকেরা বিক্ষোভ মিছিল করে এসে কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশীষ চ্যাটার্জীর বাড়ির সামনে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর হাজরাকে বহিষ্কার করে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সুরেশ দাশকে কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী না করা হলে আগামী পৌর নিরবাচনে ভোট বয়কটের ডাক দেন তারা। কান্দী পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী জানান দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করেছে আগামী দিনে ওই এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের নিয়ে স্বাভাবিক ভেবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হবে। সব মিলিয়ে টায়ার জ্বালিয়ে পৌর প্রশাসকের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় কার্যত অস্বস্তিতে কান্দীর স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর