মালদহের ইংলিশবাজার থানা থেকে শহরের ১৪৫টি পুজো কমেটিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল - Bangla Hunt

মালদহের ইংলিশবাজার থানা থেকে শহরের ১৪৫টি পুজো কমেটিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল

By Bangla Hunt Desk - October 12, 2020

মালদা-‌ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস মতো সময়ের মধ্যেই অনুদান পেল মালদা শহরের দুর্গাপূজা কমিটি গুলি। এদিন ইংলিশবাজার থানা থেকে শহরের ১৪৫টি পুজো কমেটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর কলকাতা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয়। সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের সরকারিভাবে নথিভুক্ত দুর্গাপুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা। পাশাপাশি ক্লাবগুলিকে কোভিড নিয়ম মেনে চলারও বার্তা দেন তিনি। সংক্রমণ যাতে না ছাড়ায় তারও ব্যবস্থা রাখতে বলেন পুজো কমেটি গুলিকে। এদিন হাতে চেক পেয়ে খুশি শহরের পুজো কমেটি গুলি। এবার এমনিতে অনেক ক্লাবেই চাঁদা তোলা হচ্ছে না। ফলে এই অনুদান অনেকটাই সাহায্য করছে তাদের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর