মুকুল এখনও বিজেপি-তেই আছেন ! অধ্যক্ষকে লিখিতভাবে জানালেন রায়বাবু - Bangla Hunt

মুকুল এখনও বিজেপি-তেই আছেন ! অধ্যক্ষকে লিখিতভাবে জানালেন রায়বাবু

By Bangla Hunt Desk - December 24, 2021

মুকুল এখনও বিজেপি-তেই আছেন! তিনি আদৌ তৃণমূলে যোগ দেননি। শুক্রবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মারফত লিখিত ভাবে এমনটাই জানিয়েছেন মুকুল। স্বভাবতই এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড়। তবে আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে এমনটাই জানিয়েছে বিজেপি।

আরো পড়ুন- তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং

আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে বিজেপি

গত ২০১৭ সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের (TMC) তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। কয়েকবছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করেন। ২০২০ সালে দলের হয়ে ভাল কাজ করার পুরস্কার হিসেবে বিজেপিতে (BJP) সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পান। একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জেতেন মুকুল রায়। সাড়ে ৩ বছরের ব্যবধানে ফের পুরনো দলে ফেরেন তিনি। সপুত্র ঘাসফুল শিবিরে ফেরেন মুকুল রায়। ‘ঘরের ছেলে’কে স্বাগত জানান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

চিত্র – ফেসবুক

এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে হাই কোর্টে মামলা করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। জল গড়ায় সুপ্রিম কোর্টেও।

শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। শুনানিতে ছিলেন না মুকুল রায়। তবে তাঁর আইনজীবী অদ্ভুত দাবি করেন। তিনি বলেন, “ তিনি বিজেপিতে আছেন, তিনি আদৌ তৃণমূলে যোগ দেননি,” কেন মুকুল রায়ের আইনজীবী একথা বললেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর