মালদা জেলা পুলিশের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ৬১ হাজার টাকার আর্থিক অনুদান - Bangla Hunt

মালদা জেলা পুলিশের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ৬১ হাজার টাকার আর্থিক অনুদান

By Bangla Hunt Desk - May 01, 2020

মালদাঃ- মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃহস্পতিবার মালদা জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে পুলিশ সুপার অলোক রাজোরিয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা চেক তুলে দেন।

করোনা মোকাবিলায় জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের পক্ষ থেকে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকার চেক এদিন জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়।জেলা পুলিশের তরফে নিঁচু থেকে উঁচু তলার সমস্ত পুলিশ কর্মী নিজস্ব আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর