মালদহে আদিবাসী সংগঠনের রেল অবরোধ - Bangla Hunt

মালদহে আদিবাসী সংগঠনের রেল অবরোধ

By Bangla Hunt Desk - December 30, 2023

মালদহঃ আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার ভারত বনধের প্রভাব পড়ল মালদহে। শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। এই মর্মে পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আপ ডাউন দুটি রেললাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেল লাইনের উপর বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও ঘটনার খবর পেয়ে কটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ বাহিনী। এদিকে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর