মারা গেলেন তপন ঘোষ! আরএসএস থেকে হিন্দু সংহতি বারবার বিতর্কে জড়িয়েছেন এই নেতা - Bangla Hunt

মারা গেলেন তপন ঘোষ! আরএসএস থেকে হিন্দু সংহতি বারবার বিতর্কে জড়িয়েছেন এই নেতা

By Bangla Hunt Desk - July 12, 2020

মারা গেলেন তপন ঘোষ। তিনি হিন্দু নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় ডিসেম্বের আরএসএস এর প্রচারক থাকলেও বেশ কয়েক বছর সাথে তার আরএসএসের কোন সম্পর্ক ছিল না। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই রবিবার সন্ধ্যায় মারা যান তপন ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তপন ঘোষ আরএসএসের যোগদান ১৯৬০-এর দশকে। কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক-এ (ওয়েলিংটন স্কোয়ারে) স্বয়ংসেবক থাকার সময় সঙ্ঘের প্রচারক হয়ে যান। দেশে জরুরি অবস্থার সময় তিনি করাবাসেও যান। একসময় আরএসএসের প্রচারক থাকলেও বেশ কয়েকবছর আরএসএস এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তখন ঘোষের। নীতিগত মতানৈক্য থেকে একসময় তিনি সঙ্ঘ ছেড়ে নতুন সংগঠন করেন। বরাবরই তিনি উগ্র রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। আর এই কারনেই সঙ্ঘে সাথে তার দূরত্ব তৈরি হয়। তারপরে একসময় তিনি রাজনীতিতে যোগ দিতে চান। কিন্তু তৎকালীন বিজেপি নেতৃত্ব তাকে দলে নিতে রাজি হননি। তারপর একটা সময় দেবতনু ভট্টাচার্যের হাত ধরে হিন্দু সংহতিতে নতুন করে চলতে শুরু করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর