'মানুষের জন্য লড়াই চালিয়ে যাব ,' তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার - Bangla Hunt

‘মানুষের জন্য লড়াই চালিয়ে যাব ,’ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার

By Bangla Hunt Desk - January 01, 2021

বাংলা হান্ট ডেক্স ; বছরের শুরুতেই দলকে লড়াই করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই ২১শে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই চরমে উঠেছে। শুক্রবার তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবসের রাজ্যবাসীকে এবং দলের সমস্ত কর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের প্রতিষ্ঠা দিবসে মমতা টুইট করে লেখেন “আজ তৃণমূল ২৩ বছরে পড়ল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমরা সফর শুরু করেছিলাম। অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এগোতে হয়েছে দলকে কিন্তু রাজ্যবাসীর জন্য কাজ করার যে লক্ষ্য নিয়ে এগিয়েছেন, তাতে তিনি অবিচল থাকবেন।” তিনি আরো লেখেন ‘মানুষের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। রাজ্যের উন্নয়নের জন্য দলের কর্মী সমর্থকরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর