মাত্র ১০০ টাকার ধার নিয়েছিলেন! টাকা দিতে দেরি হওয়া ভিখারিকে বেধড়ক মার - Bangla Hunt

মাত্র ১০০ টাকার ধার নিয়েছিলেন! টাকা দিতে দেরি হওয়া ভিখারিকে বেধড়ক মার

By Bangla Hunt Desk - May 27, 2022

মালদাঃ মাত্র ১০০ টাকার ধার নিয়েছিলেন! টাকা দিতে দেরি হওয়া ভিখারিকে বেধড়ক মার। আক্রান্ত ভিক্ষারির নাম আক্তারুল সাঁই(‌৩০)‌। ভিক্ষা করেই তার সংসার চলে । ইংলিশবাজার থানার লক্ষ্মীঘাটের নাগরাইয়ে বাড়ি তাঁর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বাইরে ভিক্ষে করতে যেতে পারেনি। এদিকে ওষুধ কেনার টাকা না থাকায় কাকাতো ভাই অভিযুক্ত সাজুল সাঁইয়ের কাছে গত মঙ্গলবার ১০০ টাকা ধার নেন তিনি ওষুধ কেনার জন্য । সুস্থ না হতেই ওই টাকা চইতে আসে অভিযুক্ত। টাকা না দিতে পারাই অভিযুক্ত সহ তার ২ বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেখানে চিকিৎসা চলছে বর্তমানে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর