মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের - Bangla Hunt

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের

By Bangla Hunt Desk - June 02, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর মোটর বাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে অন্য জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মোথবাড়ি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা বাপি মন্ডল (‌‌১৬‌)‌‌, মনোজ মন্ডল (‌‌২২)‌‌ ও স্বপন মন্ডল (‌‌৪০)‌‌। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। একই পরিবারের সদস্য তাঁরা।

জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ৩ জনে একটি বাইকে করে খাবার দিতে যান তাঁদের পরিবারের লোকেদের। খাবার দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসেক ওপর মহানন্দা সেতুর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন ও মনোজের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। গুরুতর জখম বাপিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যালের মর্গে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর