মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের - Bangla Hunt

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

By Bangla Hunt Desk - May 04, 2023

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় আসছেন। মালদার নবজোয়ার সভায় মমতা ও অভিষেকের একসাথে উপস্থিতি নিয়ে তীব্র চর্চা। এদিকে উত্তরবঙ্গে গত সবকটি কর্মসূচিতে তৃণমূল গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার অভিষেক। তার নির্দেশ উড়িয়েই চলছে প্রার্থী বাছাইয়ের আগে গণভোটের ব্যালট লুঠ, মারামারি। মালদায় এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ।

আরো পড়ুন- TET Scam: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ঢুকবেন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে মুর্শিদাবাদেও অভিষেকের সাথে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের ভোট কমছে এমন রিপোর্টে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের শাসক দলের পরাজয় ও বাম-কংগ্রেস জোটের জয়ের পর বিভিন্ন জেলায় সংখ্যালঘু ভোটাররা টিএমসি শিবির ছাড়ছেন।

বুধবার মুখ্যমন্ত্রী ট্রেনে মালদা যাত্রা করেন। তিনি ট্রেনে ওঠার আগেই জেলা থেকে পরপর তৃণমূল শিবির ছেড়ে বাম শিবিরে যোগদানের খবর আসতে থাকে।

সিপিআইএম মালদা জেলা কমিটি জানাচ্ছে দলের রাজ্য কমিটির সদস্য ও যুবনেতা শতরূপ ঘোষের নেতৃত্বে মানিকচক, রতুয়া, হরিষচন্দ্রপুরে শত শত তৃণমূল কংগ্রেস সমর্থক সিপিআইএমে যোগদান করছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে।

জেলা সিপিআইএম সম্পাদক অম্বর মিত্র জানান, হরিশ্চন্দ্রপুর পশ্চিম এরিয়া কমিটি এলাকায় তৃণমূল ও বিজেপি ছেড়ে দুই শতাধিক শ্রমজীবী মানুষ লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। পঞ্চায়েত দুর্নীতির কারণে তৃণমূল ত্যাগ করছেন বলে জানান দলত্যাগীরা।

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার দাবি, বিভিন্ন গ্রামে বাম শিবিরে যোগদান চলছে। তাদের অভিযোগ, নবজোয়ার কর্মসূচিতে দলীয় গোষ্ঠিবাজি একেবারে বেআব্রু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দলের জন্য ভালো নয় বলেই জানাচ্ছেন তারা। সংখ্যালঘু ভোটব্যাংকে চিড় ধরছে একথাও স্বীকার করে নিচ্ছেন জেলার কিছু নেতা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর