মধ্যবিত্তরা হাত পাতে না, মুখ বুজে কষ্ট সহ্য করে! তাদের তালিকা তৈরির নির্দেশ হাসিনার - Bangla Hunt

মধ্যবিত্তরা হাত পাতে না, মুখ বুজে কষ্ট সহ্য করে! তাদের তালিকা তৈরির নির্দেশ হাসিনার

By Bangla Hunt Desk - April 19, 2020

বিশ্বে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনাকে মহামারী ঘোষণা করেছে। এই করোনাভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে বিশ্বের তাবড় তাবড় দেশ। বাংলাদেশেও দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা রোধ করতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। চাঁদপুর সহ একাধিক এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লোকডাউনে মধ্যবিত্ত ও দিনমজুরদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন কেউ যাতে কষ্ট না পায় এর জন্য স্থানীয় সংসদ সদস্য, মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনকে সতর্কতার সাথে তালিকা তৈরি করতে হবে।

তিনি বলেন করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বে করোনাভাইরাস ভয়ঙ্কর মহামারী রূপ নিয়েছে। এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশের সমস্যা নয় সারা বিশ্বের উপর দিয়ে বয়ে যাওয়া এক ঝড়।

প্রধানমন্ত্রী আরও বলেন সকলকে সামাজিক সুরক্ষা কর্মসূচি মেনে চলতে হবে। বাইরে যারা খেটে খান দিনমজুর, করোনার কারনে যাদের কাজ নেই। আবার অনেকে আছেন মধ্যবিত্ত। তারা অনেকে হাত পাতেন না, সাহায্য চাইতেও আসবেন না, মুখ বুঝে কষ্ট সহ্য করবেন, এই শ্রেণীর লোকেদের সঠিক তালিকা তৈরি করতে হবে, যাতে কেউ বাদ না যায়, নির্দেশ দেন তিনি।

পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয় কেউ একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন এটা কঠিন সময়। করোনাভাইরাস মোকাবিলা করতে হলে সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। তাহলেই অনেক জীবন রক্ষা পাবে।

বাংলাদেশে এখনো পর্যন্ত কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৩ জন, মৃতের সংখ্যা ১২ । তবে যারা মারা গেছেন তারা বেশিরভাগই বয়স্ক। শারীরিকভাবে দুর্বল ও অন্যান্য শারীরিক জটিল সমস্যা ছিল তাদের। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বেশি। প্রধানমন্ত্রী বলেন এটা ভালো দিক। তবে নতুন করে আবার করোনা সংক্রামক হোক এটা আমি চাই না। আমি চাই এটা দ্রুত নিয়ন্ত্রক হোক। যার জন্য সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের জেরে বাংলাদেশও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। তবে অর্থনীতিকে গতিশীল রাখার জন্য বাংলাদেশ সরকারের তরফেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর