ভিক্ষা করে ১ মাসে ১৯ লাখ টাকা রোজগার মহিলার - Bangla Hunt

ভিক্ষা করে ১ মাসে ১৯ লাখ টাকা রোজগার মহিলার

By Bangla Hunt Desk - May 26, 2020

প্রাচীনকাল থেকেই ধনী ও দরিদ্রের আবির্ভাব। যাদের কাছে টাকা পয়সা ধন-দৌলত আছে অর্থাৎ যাদের অর্থের কোনো অভাব নেই তারা হলেন ধনী। আজ যাদের দিন কাটে অভাব অনটনের মধ্যে তারা হলেন দরিদ্র। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা এই অভাব-অনটনের কাছে হার মেনে পথে এসে দাঁড়ায়, মানুষের কাছে এসে হাত পাতে, ভিক্ষা করেন। আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখতে পাই যারা ভিক্ষে করে দিন কাটায়।

কিন্তু সব ক্ষেত্রেই যে ঘটনাটি পুরোপুরি সত্যি হয় এমনটাও কিন্তু নয়। অনেকেই আবার এটিকে পেশা হিসেবে নিয়েছেন। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে এটিকে ব্যবসা- বানিয়ে ফেলেছেন। ভিক্ষা করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। শুনতে অবাক হলেও এটাই সত্যি।

এমনই এক ঘটনায় দুবাই পুলিশ আটক করল এক মহিলাকে। জানা যায় আরবের ঘুরতে এসে সেই মহিলা এই পেশায় যুক্ত হন। ভিক্ষা করেই এক মাসে লাখ দিরহাম রোজগার করেন এই মহিলা। ভারতীয় মুদ্রায় যা এসে দাঁড়ায় প্রায় ১৯ লক্ষ টাকা।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। পুলিশ যথারীতি গ্রেপ্তার করেছে সেই মহিলাকে। সংযুক্ত আরব আমিরশাহির এক পুলিশ কর্মকর্তা জানান ওই মহিলা আরব আমিরশাহির বাসিন্দা নন। তিনি টুরিস্ট ভিসায় এক পর্যটন কোম্পানির মাধ্যমে দুবাইতে আসেন। সেখানে এসে তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত হন। দুবাই পুলিশের কর্মকর্তা ব্রি আব্দুল হামিদ আব্দুল্লাহ আল হাসিমি জানান গত মাসে এই মহিলা ভিক্ষা করে ১ লাখ দিরহাম আয় করেছেন। তিনি আরো জানান এখানে টুরিস্ট হয়ে এসে ভিক্ষা করছে এরকম ব্যক্তি ধরা পরলে তার দুই হাজার দিরহাম জরিমানা করা হবে। আর যে প্রতিষ্ঠান বা টুরিস্ট কোম্পানির মাধ্যমে আসবেন সেই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হবে। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করলে সেই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।।

প্রতি বছর রমজান মাস এলেই দুবাইতে ভিখারির সংখ্যা বেড়ে যায়। তাই এবছর তৎপর ছিল পুলিশ প্রশাসন। দুবাই পুলিশ প্রশাসন সূত্রে খবর ২০১৮ সালে বাইরে থেকে ভিক্ষা করতে আসা ২৪৪ জনকে গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। কিন্তু প্রশাসন সতর্ক থাকায় এ বছর সংখ্যাটা অনেক কম।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর