ভাটার ধোঁয়ায় জমির ফসল নষ্ট হওয়ায় এলাকায় চাঞ্চল্য! ৪০ বিঘা ধান ও ৫০ বিঘা পাট নষ্ট হওয়ার অভিযোগ - Bangla Hunt

ভাটার ধোঁয়ায় জমির ফসল নষ্ট হওয়ায় এলাকায় চাঞ্চল্য! ৪০ বিঘা ধান ও ৫০ বিঘা পাট নষ্ট হওয়ার অভিযোগ

By Bangla Hunt Desk - May 23, 2020

বালুরঘাট ২৩ মে ; ইট ভাটার ধোয়ায় জমির ফসল নষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমত এলাকায়। এদিন প্রায় ৫০ বিঘার জমির ধান ও ৪০ বিঘা জমির পাট নষ্ট হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন কৃষকেরা। কৃষকদের দাবি, বছরে একবারই উৎপাদিত সারা বছরের ফসল নষ্ট হওয়ায় ভীষণ ক্ষতির মধ্যে পড়তে হবে তাদের ,সরকার তাদের দিকে নজর দিক। প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার কৃষকদের সূত্রে জানা গিয়েছে,মাহুর কিসমত এলাকার অন্যান্য কৃষকদের মতো তারাও প্রায় ২২জন কৃষক ৫০ বিঘা জমির উপর বরো ধান চাষ ও আরো কিছু কৃষকেরা ৪০ বিঘা জমির উপর পাট চাষ করার জন্য গত বছরের মাঘ মাসে ধান ও পাট লাগিয়েছিলেন। আর মাত্র দুই সপ্তাহ চাষ করার পরেই ধান কাটা শুরু করে দেওয়া হত,সঙ্গে কিছুদিন পরেই পাটও কাটা শুরু করা হতো বলে জানিয়েছেন কৃষকেরা। কিন্তু হঠাৎ শনিবার সকালে মাহূর কিসমত এলাকার কৃষকেরা লক্ষ্য করেন যে, তাদের জমির ফসল আগুনে তাপে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে দাবি তাদের।
কৃষকদের আরো দাবি, তাদের জমির পাশেই ইট তৈরির ভাটা থাকায় সেই ভাটার বিষাক্ত ধোয়া তাদের উৎপাদিত ফসলের উপর ফসল নষ্ট করছে। যার ফলে তাদের ৫০বিঘা জমির প্রায় ২ হাজার মন ধান নষ্ট হয়েছে যার বাজার দর মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এছাড়াও ৪০ বিঘা জমির প্রায় ৩৬০ কুন্টাল পাট চাষ নষ্ট হয়েছে বলে দাবি এলাকার কৃষকদের। জমিতে বছরে একবারই উৎপাদিত সারা বছরের ফসল নষ্ট হওয়ায় ভীষণ ক্ষতির মুখে পড়তে হবে ভেবে কান্নায় ভেঙে পড়েছেন কৃষকেরা।

এবিষয়ে ক্ষতি গ্রস্থ হওয়া তিন কৃষক বিশ্বনাথ সরকার,মাদুরুদ্দিন মিঞা, গোলী রায়েরা জানিয়েছেন,তাদের জমি থেকে তারা বছরে একবারই ফসল উৎপাদন করে থাকেন।তাদের জমির পাশে ইট তৈরির ভাটা থাকায় সেই ভাটার বিশক্ত ধোয়ার ফলে তাদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেছে।জমির ফসলের উপর নির্ভর করেই আমাদের সারা বছরের রুজি রোজগার ও সংসার চলে।উৎপাদিত ফসল নষ্ট হওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। আমরা চাই আমাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করা হোক।

এদিন জমির ফসল নষ্ট হয়ে যাওয়া ঘটনার খবর পেতেই ঘটনার স্থলে ছুটে যায় জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেন্দ্র নাথ সরকার ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মা দক্ষ আশিরুদ্দিন মিঞা। তারা কৃষকদের পাশে থেকে জেলা স্তরে বিষয়টি জানিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেন্দ্র নাথ সরকার ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মা দক্ষ আশিরুদ্দিন মিঞা জানিয়েছেন, ইট ভাটার ধোয়ার কারণে কৃষকদের জমির ফসল নষ্ট হওয়ার খবর পেতেই ঘটনার স্থলে ছুটে এসেছিল। বিষয়টি নিয়ে বিডিও সহ জেলা প্রশাসন কাছে জানিয়ে তাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করছি।
এবিষয়ে গঙ্গারামপুর ব্লক কৃষি আধিকারিক সুদীপ্ত সরকার জানিয়েছেন,ঘটনাটি শুনেছি ,উদ্ধতর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর