ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা - Bangla Hunt

ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

By Bangla Hunt Desk - July 15, 2020

বুধবার সকালে ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন তৃণমূলের যুবনেতা ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার মাথার পিছনে গুলি লেগে বেরিয়ে যায়। বর্তমানে তিনি বাইপাসে ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার দুপুরে তাকে হাসপাতালে দেখতে আসেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন একাজ করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, ওদের নিজেদের গণ্ডগোলের জেরে এই ঘটনা। এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “অর্জুন মারের বদলা মারে বিশ্বাসী। আমরা মারামারি হানাহানি চাইনা। কিন্তু অর্জুনের গুন্ডামি আমরা বরদাশ্ত করব না” তিনি আরো বলেন রাজনৈতিকভাবে ওকেও পাল্টা দিতে হবে। খুব শিগগিরই আমি যদি অর্জুনকে ওর মজদুর ভবনের চার তলায় উঠিয়ে দিতে না পেরেছি তো আমার নামও জ্যোতিপ্রিয় মল্লিক নয়। আমরা রাজনৈতিক প্রতিশোধ নেব। তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর