ভয়াবহ বন্যা! প্রাণ হারালেন শত শত মানুষ - Bangla Hunt

ভয়াবহ বন্যা! প্রাণ হারালেন শত শত মানুষ

By Bangla Hunt Desk - May 06, 2023

মধ্য আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ বন্যা। এই বন্যার জেরে ১০০জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কঙ্গো প্রশাসন। বৃহস্পতিবার থেকে কঙ্গোতে ভারী বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে। প্রায় হাজার হাজার মানুষ গৃহ ছাড়া হয়ে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে , এই বন্যার জেরে এখনও পর্যন্ত ১০ শিশু প্রাণ হারিয়েছেন।

ইতিমধ্যেই কঙ্গোতে শুরু হয়েছে উদ্ধারকার্য। অন্যদিকে , হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন কঙ্গোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কঙ্গোতে জারি হয়েছে বন্যার সতর্কবার্তা। প্রশাসনের তরফ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর