ভয়াবহ গঙ্গা ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল কয়েকশো বাড়ি - Bangla Hunt

ভয়াবহ গঙ্গা ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল কয়েকশো বাড়ি

By Bangla Hunt Desk - September 02, 2020

মালদাঃ- মালদা বৈষ্ণবনগর থানার বীরনগর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের চিনা বাজার, মন্দাটলা সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল কয়েকশো ঘরবাড়ী। এদিন গঙ্গা গ্রাসে প্রায় ৫০০ মিটারের উপরে এলাকা।
সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর। এদিন তিনি এলাকা পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। যে সমস্ত ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। এবং গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যাওয়া অসহায় পরিবার গুলো যাতে সরকারি সাহায্য পায় তা উপর মহলে জানানো হবে বলেও জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর