ভয়ঙ্কর পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৩০০, রবিবার জারি জনতা কারফিউ - Bangla Hunt

ভয়ঙ্কর পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৩০০, রবিবার জারি জনতা কারফিউ

By Bangla Hunt Desk - March 21, 2020

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ঘোষণা করেছিলেন রবিবার দেশজুড়ে শুরু হবে জনতা কার্ফিউ। কিন্তু তার আগেই ক্রমশ ভয়ানক হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁতে চলেছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৪।

শনিবার সকালে রাজ্যে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস। স্কটল্যান্ড ফেরত এক ছাত্রী অসুস্থ হওয়ায় তাঁকে COVID-19 পরীক্ষা করানো হয়। নাইসেডে নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তিনি করোনা পজিটিভ। বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভরতি তিনি। বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে বাড়ছে শয্যা সংখ্যা। নবান্নের নির্দেশে আরও ১০০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে আক্রান্তদের ঘর পরিষ্কার করার পর অসুস্থ সাফাইকর্মী। তাঁকে তড়িঘড়ি আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়। কর্ণাটকে নতুন তিন জন আক্রান্ত হয়েছেন, গুজরাতে আরও নতুন ৬টি ঘটনা সামনে এসেছে, সে রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।

প্রধানমন্ত্রীর আবেদনে রবিবার দেশজুড়ে চলবে জনতা কার্ফিউ। জনতা কারফিউ না মানলে জরিমানা নয়, জানিছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী এদিন সকলকেই বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। আগামীকাল রবিবার দোকানপাট, বাজার, শপিং মল, সমস্ত কিছুই বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।

রেলওয়ে সূত্রে খবর আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। তবে দূরপাল্লার ট্রেন অন্যান্য দিনের তুলনায় কম চললেও পরিষেবা স্বাভাবিক থাকবে। জনতা কারফিউ’এ কলকাতা মেট্রো পরিষেবা অব্যাহত থাকবে। তবে রবিবার ১২৪টি ট্রেনের বদলে চলবে মাত্র ৫৪টি ট্রেন। আধঘণ্টা পরপর মিলবে পরিষেবা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মেট্রো কর্তৃপক্ষ।

রবিবার, ‘জনতা কারফিউ’এ নিয়ন্ত্রিত সরকারি-বেসরকারি বাস পরিষেবা। জানাল বাস মালিক সংগঠন। রাজ্যজুড়ে ২০০০ বাস চলবে বলে জানা গিয়েছে।  কলকাতায় বাস পরিষেবা স্বাভাবিক থাকবে, আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে করোনা আতঙ্কে রামনবমীর মিছিল স্থগিত রাখার ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যজুড়ে দু’শোর বেশি মিছিল হওয়ার কথা ছিল। সবই বাতিল করে দেওয়া হল।
বৃন্দাবন মন্দির বন্ধ করে দেওয়া হল ৩১ মার্চ পর্যন্ত। তবে অমৃতসরের স্বর্ণ মন্দির বন্ধ হচ্ছে না। ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। করোনা রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

করোনা আতঙ্কে রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । রবিবার থেকে বন্ধ লেক মল-সহ কলকাতার একাধিক শপিং মল, চিড়িয়াখানা, মাসাজ পার্লার, নাইট ক্লাব, রেস্তরাঁ, পাব। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের দশম শ্রেণীর পরীক্ষা স্থগিত করা হয়েছে, পশ্চিমবঙ্গেও আপাতত বন্ধ রাখা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৫ এপ্রিল পর্যন্ত হবে না কোনও পরীক্ষা। তিনটি পরীক্ষা বাকি। তা কবে হবে, পরে সেই দিন স্থির হবে।একাদশ শ্রেণি, বোর্ড পরীক্ষাও স্থগিত থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর