বড় খবর! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহার মোদীর, ৩% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত - Bangla Hunt

বড় খবর! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহার মোদীর, ৩% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত

By Bangla Hunt Desk - March 30, 2022

নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহার মোদী সরকারের। ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ।

আরো পড়ুন- এলাকা দখল ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত মালদা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৩৪ শতাংশ। এই বর্ধিত নতুন হার ১ জানুয়ারি, ২০২২ থেকে প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ৫০ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা লাভ করবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার একটি অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার একটি অতিরিক্ত কিস্তি প্রকাশের অনুমোদন দেয়। গত ১ লা জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩% বৃদ্ধি পেয়ে ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয়েছিল ৩১ শতাংশ । এদিন নতুন করে সরকারের ঘোষণায় ডিএ বেড়ে হলো ৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর