বৌদিকে খুনের চেষ্টা, অভিযোগ দেওরের বিরুদ্ধে! - Bangla Hunt

বৌদিকে খুনের চেষ্টা, অভিযোগ দেওরের বিরুদ্ধে!

By Bangla Hunt Desk - May 12, 2022

মালদা-‌ বৌদিকে খুনের চেষ্টা, অভিযোগ দেওরের বিরুদ্ধে। পাওনা টাকা না দেওয়ায় বৌদির ওপর হামলা চালানোর অভিযোগ। মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতি পুলিশ দেওরকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি মোথাবাড়ি থানার মেঘুটোলা এলাকার। জখম বৌদির নাম বুল্টি মাহারা(‌২৮)‌। অভিযুক্ত দেওরের নাম জয়দেব মাহারা। পরিবার সূত্রে জানা গেছে, স্বামী রাজু মাহারা মজুরের কাজে রয়েছেন কেরালায়। সেখানেই কাজে গেছিলেন অভিযুক্ত। দাদাকে সে ৪ হাজার টাকা ধার দেয়। এরপর কয়েকমাস আগেই বাড়িতে আসে অভিযুক্ত। বুধবার সন্ধের দিকে পাওনা টাকা চাইতে যায় বৌদির কাছে। বৌদি ওই টাকা দিতে না পারলে হামলা চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বৌদিকে এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর