বোমার পিছনেও বিজেপি! - Bangla Hunt

বোমার পিছনেও বিজেপি!

By Bangla Hunt Desk - May 29, 2023

রাজ্যে প্রতিদিনই মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা। উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি। সম্প্রতি অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের একাধিক এলাকা থেকেই উদ্ধার হয়েছে তাজা বোমা। যা নিয়ে এবার সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তিহারে গরু পাচার মামলায় বন্দি কেষ্ট। ফলে, অনুব্রতহীন বীরভূমে কোর কমিটি গঠন করে জেলার পর্যবেক্ষকের দায়িত্ব ফিরহাদকে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার প্রথমবার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মেয়র। সেখান থেকেই বোমা উদ্ধার নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। করেন বিস্ফোরক মন্তব্য। ফিরহাদের প্রশ্ন, ”বোমা কে উদ্ধার করেছে? সেন্ট্রাল ফোর্স কিংবা সিবিআই নয়। রাজ্য পুলিশই বোমা উদ্ধার করেছে। বোমা আনানোর পরিকল্পনা ও বোমা মজুত করে রাখার পরিকল্পনা বিজেপির। বোমার মশলা কোথা থেকে আসছে? গান অ্যান্ড সেল ফ্যাক্টরিগুলো থেকে বোমার মশলা বেরোচ্ছে। সাপ্লাই কারা দিচ্ছে? পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। মূল চক্রীকে ধরতে হবে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর