BSNL কর্মী কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! - Bangla Hunt

BSNL কর্মী কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট!

By Bangla Hunt Desk - June 13, 2020

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ জুন : লকডাউনের মধ্যে কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কে? কেন কিডনি বিক্রি করতে চায়? আসুন দেখে নি

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা সঞ্জিত অধিকারী। পেশায় একজন বিএসএনএল এর ঠিকাকর্মী। দীর্ঘদিন ধরে মাইনে না পাওয়ায় অভাবের তাড়নায় ফেসবুকে এই পোস্ট করেছেন যুবক সঞ্জীব অধিকারী। সংবাদমাধ্যমকে কান্নাভেজা চোখে যুবক সঞ্জীব জানায়,”জানি এটা করা অপরাধ। কিডনি দান করা যায়, বিক্রি নয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যাঁরা এ নিয়ে এত কথা বলছেন, তাঁরা কি জানেন, আমার সাড়ে পাঁচ বছরের সন্তান দুধ পায় না। জল বিস্কুট খায়। স্ত্রীর সমস্ত গয়না হয় বন্ধক রেখেছি বা বিক্রি করে দিন চালাচ্ছি। এমন হতভাগ্য স্বামী আমি। বৃদ্ধ বাবার ওষুধ কিনতে হাত পাততে হয়। সন্তান হিসাবে লজ্জা হয় আমার। গত এক বছরের বেশি এক পয়সা মাইনে পাইনি। আদালতের কথা শোনেনি কর্তৃপক্ষ। বলুন তো কিডনি বিক্রি করতে চেয়ে কোন অন্যায়টা করেছি?”

এ প্রসঙ্গে ঠিকা কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক মিলাব হালদার বলেন,”আমাদের অধিকাংশের পরিবার কার্যত পথে বসেছেন। এখন নানা জায়গা থেকে সংগ্রহ করে আমাদের কর্মীদের হাতে চাল, আলু-সহ নানা সামগ্রী তুলে দিতে হচ্ছে। না হলে তাঁরা খেতে পাবেন না। কতটা অসহায়তার সঙ্গে দিন কাটছে তা বলে বোঝানো যাবে না। আমাদের এক সদস্য কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে?”

শুধু সঞ্জীব বাবু নন, সঞ্জীব বাবুর মতো হাজারো কর্মীই একই অবস্থা। বিএসএনএলের কলকাতা ডিভিশনের প্রায় পাঁচ হাজার এবং বেঙ্গল সার্কেলের কয়েক হাজার ঠিকাকর্মী মাইনে পাচ্ছেন না। মাইনে না পাওয়ায় তারা ধরনা, বিক্ষোভ আন্দোলন করেছেন। কর্মী সংগঠন ন্যাশনালিস্ট ঠিকা ওয়ার্কার্স কংগ্রেস আদালতে একটি মামলাও করে। আদাসলত ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মাইনে মিটিয়ে দিতে নির্দেশ দেয়। কিন্তু তাঁদের শুধু এপ্রিল মাস পর্যন্ত মাইনের টাকা দেওয়া হয়েছে। বকেয়া বেতন চাইলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করে।

এই ব্যাপারে বিএসএনএল কর্তৃপক্ষ জানায়, ঠিকা কর্মীদের সঙ্গে সরাসরি সরকারি সংস্থার কোনো সম্পর্ক নেই। তাই এর দায় পুরোটা তাদের উপর আসে না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর