বীরভূমের দায়িত্বে মুকুল রায়, এবার অনুব্রত মণ্ডল বনাম চাণক্য মুকুল রায় - Bangla Hunt

বীরভূমের দায়িত্বে মুকুল রায়, এবার অনুব্রত মণ্ডল বনাম চাণক্য মুকুল রায়

By Bangla Hunt Desk - June 15, 2020

বেশ কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে মুকুল রায়কে কেন্দ্র করে চলছে আলোচনা। একদিকে গুঞ্জন উঠেছে মুকুল রায়ের প্রত্যাবর্তন হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, আবার অন্যদিকে শোনা যাচ্ছে মুকুল রায় ফিরে যেতে পারেন নিজের পুরনো দল তৃণমূলে। আজ সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন বিজেপি নেতা মুকুল রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তার কলকাতা-দিল্লি সফর নিয়ে কেউ কেউ সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গেরুয়া শিবিরের মধ্যে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কিন্তু তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী। দল যা নির্দেশ দেবে তা তিনি সৈনিকের মতো পালন করবে। আর মন্ত্রিসভায় প্রত্যাবর্তন সম্বন্ধে জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন ,তিনি যা ভালো বুঝবেন সেটাই হবে।

এদিকে সূত্রের খবর দিল্লি থেকে মুকুল রায় বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে অনুব্রত মন্ডলের গড় বীরভূমে নয়া প্রকল্প ‘আত্মনির্ভর ভারত’এর প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে চাণক্য মুকুল রায় কে। আজ মুকুল রায় বীরভূমে প্রচারে এসে রীতিমতো নির্বাচনী প্রচারের শুরু করে দেন। তিনি জানান, যেহেতু ৯ মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন তাই আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। তাই তার প্রস্তুতি হিসেবেই আজ সোমবার সিউড়ি থেকেই প্রচার শুরু করে দিলেন তিনি।

রাজনৈতিক মহল মনে করছে, গেরুয়া শিবির অনুব্রত মণ্ডলের বীরভূমে , তৃণমূলের শক্ত ঘাঁটি দখল করতেই মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের মাটিতে মুকুল রায় নামায় গেরুয়া বনাম সবুজের রাজনৈতিক লড়াই আরো জোরদার হবে। তাই বীরভূমে এখন অনুব্রত বনাম মুকুল রায়ের লড়াই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর