বিহারে ভোট, তার আগেই ৯০০ কোটি টাকার তিনটি প্রকল্প পেল বিহার - Bangla Hunt

বিহারে ভোট, তার আগেই ৯০০ কোটি টাকার তিনটি প্রকল্প পেল বিহার

By Bangla Hunt Desk - September 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; সামনে বিহার নির্বাচন। তার আগে নির্বাচনকে পাখির চোখ করে এবার সে রাজ্যে তিনটি বড় পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। যারা আর্থিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকার। এই প্রকল্পের ফলে একদিকে যেমন বিহারে মানুষের কর্মসংস্থান বাড়বে তেমনি দেশের পেট্রোলিয়াম ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধন হবে। এদিন প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়ালি এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। এরমধ্যে রয়েছে দুর্গাপুর বাঁকা বিভাগের পারাদ্বীপ হলদিয়া দুর্গাপুর পাইপ লাইনের প্রকল্প সম্প্রসারণ। বাঁকা ও চম্পারনে এলপিজি ( LPG) বটলিংয়ের দুটি কারখানা। এদিনের এই ভার্চুয়ালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

আরো পড়ুন- ৩০ বছর ধরে একহাতে খাল কেটে গ্রামে জল আনলেন বিহারের লোঙ্গি ভূঁইয়া

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর