বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল - Bangla Hunt

বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল

By Bangla Hunt Desk - June 02, 2023

মালদা: বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল-২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। সূত্রের খবর একটি নলকূপের ধারে মজুদ ছিল বোমা। রাত আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে সারা এলাকা। চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। আশঙ্কা করা হচ্ছে এখনও বোমা রয়েছে ওই স্থানে।তাই রাত থেকে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চাঁচল থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই মালদা থেকে আসছে বম্ব স্কোয়াড টিম।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে খেয়ে দেয়ে সবাই শোয়ার আয়োজন করছিলেন। তখনই মাঠের মাঝখানে বিকট আওয়াজ হয়। ছুটে গিয়ে তাঁরা দেখেন, মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে তাজা বোমা। বাতাসে তখনও বারুদ পোড়া গন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশকর্মীরা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা মনে করছেন, মাঠের মাঝখানে গর্ত করে বস্তায় ভরে রাখা ছিল বোমাগুলি। কোনও কারণে তাতে বিস্ফোরণ হয়েছে।

রাজ্যে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এগরা বিস্ফোরণের পর এব্যাপারে প্রশাসন তৎপর হলেও বিস্ফোরণ থামার নাম নেই। রোজই কোনও না কোনও জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। যাতে প্রশ্ন উঠছে, রাজ্য কি তবে বারুদের স্তুপের ওপরে দাঁড়িয়ে আছে? তবে কি পঞ্চায়েত ভোটে রক্তপাত অবধারিত?

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর