তুলকালাম পরিস্থিতি বিশ্বভারতীতে, জেসিবি এনে ভাঙ্গা হলো পাঁচিল! শান্তি ফেরানোর আশ্বাস রাজ্যপালের - Bangla Hunt

তুলকালাম পরিস্থিতি বিশ্বভারতীতে, জেসিবি এনে ভাঙ্গা হলো পাঁচিল! শান্তি ফেরানোর আশ্বাস রাজ্যপালের

By Bangla Hunt Desk - August 17, 2020

বাংলা হান্ট ডেস্ক ; পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতন। অসন্তোষ আগেই ছিল। কিন্তু সোমবার বিক্ষোভ কার্যত তাণ্ডবের পরিণত হয়। স্থানীয় লোকজনেরাই পাঁচিল তোলার কাজ আটকে দেন। পাঁচিল, গেট কার্যত ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে তুলকালাম কাণ্ড বিশ্বভারতীতে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, ঠিকা সংস্থার কর্মীদের রবিবার মারধর করেছেন ব্যবসায়ী সমিতির লোকজন। তারাই কার্যত এই ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনার পরেই টুইট করে প্রতিক্রিয়া দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে বিশ্বভারতীতে শান্তি ফেরানোর আশ্বাস দেন তিনি।

টুইটে জগদীপ ধনকড় লেখেন, “ উপাচার্য জানিয়েছেন নিয়ম অমান্য করে বেশ কিছু মানুষ পৌষ মেলা প্রাঙ্গণে ঢুকে পড়ে। তাণ্ডব চালায়। শিক্ষার মন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।” তার কিছুক্ষণ পরেই আরেকটি টুইট করেন রাজ্যপাল। তাতে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বভারতীয় উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। বিশ্বভারতীতে আবার শান্তির পরিবেশ তৈরি হবে বলে আশাবাদী রাজ্যপাল।

আরো পড়ুন, ১ টাকায় মা-বোনেদের মিলবে স্যানিটারি প্যাড, মোদীর ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা

সূত্রের খবর, শনিবার একপ্রস্থ গণ্ডগোল হয় বিশ্বভারতীতে। রবিবার নিরাপত্তা রক্ষীদের দাঁড় করিয়ে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন উপাচার্য। কিন্তু সোমবার ফের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। স্থানীয় লোকজন জেসিবি মেশিন এনে পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ। একটি গেট ভাঙচুর করা হয় বলে খবর। তাছাড়া পাঁচিল দেওয়ার জন্য মাটি কেটে গর্ত করা হয়েছিল তাতেও মাটি ফেলে বুজিয়ে দেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি বিশ্বভারতীতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর