বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন 'মালদা হিমঘর সমিতি' - Bangla Hunt

বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন ‘মালদা হিমঘর সমিতি’

By Bangla Hunt Desk - September 17, 2020

মালদা, ১৭ সেপ্টেম্বর; বিশ্বকর্মা পুজা উপলক্ষে মালদা সমবায় হিমঘর সমিতির উদ্যোগে রতুয়া থানার সামসি এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি এদিন দুঃস্থ প্রায় এক হাজার মানুষকে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ওই হিমঘর সমিতির পক্ষ থেকে। এছাড়াও বিনামূল্যে সাধারণ মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হয়।  বৃহস্পতিবার সকালে সামসি এলাকার হিমঘর প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূল দলের বিধায়ক সমর মুখার্জি , স্থানীয় তৃণমূল দলের কো-অর্ডিনেটর রহিম বক্সী। ছিলেন মালদা সমবায় হিমঘর লিমিটেড সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামীম আক্তার সহ অন্যান্যরা।

আরো পড়ুন-৪০৫ গ্রাম ব্রাউন সুগার সহ ২ পাচারকারীকে আটক করল কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ

এদিন প্রায়ই দেড়শ জন পুরুষ , মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও বিশ্বকর্মা পূজা উপলক্ষে এদিন হিমঘর প্রাঙ্গণ এলাকাতেই এক হাজার দুঃস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

মালদা সমবায় হিমঘর সমিতির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামীম আক্তার জানিয়েছেন , করোনা আবহের মধ্যে রক্ত সংকট যাতে তৈরি না হয়, তার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি । এদিনের সংগৃহীত রক্ত চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর