বিবাহবার্ষিকীতে মানবিক পদক্ষেপ খড়গ্রামের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দম্পতির - Bangla Hunt

বিবাহবার্ষিকীতে মানবিক পদক্ষেপ খড়গ্রামের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দম্পতির

By Bangla Hunt Desk - March 14, 2022

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : ১২ তম বিবাহবার্ষিকী উপলক্ষে মানবিক মুখ দেখালেন মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর। রবিবার তাঁদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল নগর হোমের আবাসিক ছেলে ও মেয়েরা, সহায় সম্বলহীন দুঃস্থ পরিবারের শিশু। বিবাহ বার্ষিকীর সকালে সবার জন্য টিফিন বরাদ্দ ছিলো। এরপর হইহুল্লোড় করে শুরু হয় ওদের নিয়ে একগুচ্ছ কার্যক্রম। সবাই একসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস প্রাঙ্গণে মেতে ওঠে আনন্দে। খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর এবং তার স্ত্রী মিতালী ধর ওদের আনন্দ দিতে হাঁড়ি ভাঙা, চামচ দৌড়, পাসিং দ্য বল, বল ছোড়া সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও আবাসিকদের নিয়ে নাচ-গানের আয়োজন করেছিলেন। দুপুরে খাবারের আয়োজন ছিল। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর ও তাঁর স্ত্রী মিতালী ধর মিলে অনাথ শিশুদের আদর করে পিঠে হাত বুলিয়ে নিজের ছেলে মেয়ের মতো খাবার পরিবেশন করে খাওয়ান।তাতে অনাথ শিশুরা খুব খুশি। বিডিও দম্পতি জানান, তাঁদের বিবাহ বার্ষিকীতে ওদের সঙ্গে এভাবে অনুষ্ঠান করতে পেরে তারা খুব খুশি।
খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দম্পতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলাবাসী প্রত্যেকেই।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর