বিধানসভা নির্বাচনের আগে মালদার মানিকচক থেকে উদ্ধার প্রচুর আগ্নেয় অস্ত্র - Bangla Hunt

বিধানসভা নির্বাচনের আগে মালদার মানিকচক থেকে উদ্ধার প্রচুর আগ্নেয় অস্ত্র

By Bangla Hunt Desk - February 15, 2021

মালদাঃ- বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলার মানিকচক থেকে উদ্ধার প্রচুর আগ্নেয় অস্ত্র । রবিবার গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও মালদা স্পেশাল টাস্কফোর্স এর যৌথ উদ্যোগে অভিযান চালায় মথুরাপুরের সংঙ্করটোলা গ্রামের ফুলহর নদীর ধারে । অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল টাস্কফোর্স এর আধিকারিকরা ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে , তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫ সেভেন এম এম পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি মালদার রতুয়া থানা এলাকায় নাম ঝাঁকসু চৌধুরী ও সোনাচাদ চৌধুরী এবং একজনের বাড়ি বিহারের কাটিহার জেলায় আমদাবাদ গ্রামে বাসিন্দা। নাম সাইয়েদ সুলতান আহমেদ ।

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ৩ দুষ্কৃতী মানিকচকের বড়োসড়ো অপরাধমূলক কান্ড বা পাচারের করতে এসেছিলেন কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তা বানচাল করে। পুশিল সূত্রের আরো জানা গিয়েছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলিশ বিহারের মুঙ্গের থাকে আনা হয়েছিল।

ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর