বিজেপি যুব মোর্চার তরফে ব্যাংকের সামনে সামাজিক দূরত্ব মেনে চলার প্রচার - Bangla Hunt

বিজেপি যুব মোর্চার তরফে ব্যাংকের সামনে সামাজিক দূরত্ব মেনে চলার প্রচার

By Bangla Hunt Desk - April 17, 2020

বালুরঘাট ১৭ এপ্রিল ; বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের বিভিন্ন ব্যাংকের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সচেতনতা প্রচার করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে যে সমস্ত মহিলাদের একাউন্টে 500 টাকা জমা করা হয়েছে সেই বিষয়ে এক শ্রেণীর অসাধু চক্র যে মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধেও সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা হয়।

এদিকে প্রতিদিন বালুরঘাট শহরের বিভিন্ন ব্যাংকের সামনে জনধন জোজনা একাউন্ট হোলডারদের টাকা উঠিয়ে নেবার জন্য ভোর থেকেই ভীড় জমানো শুরু হয় বেশ কয়েক দিন থেকে। এরফলে সেই সব ব্যাংকের সামনে সোসাল ডিসটান্সের কোন নিয়ম বিধি তারা মেনে চলছিলেন না বলে অভিযোগ উঠছিল। সেদিক লক্ষ রেখেই আজকের বিজেপির তরফ থেকে তাদের সোসাল ডিসটান্স মেনে চলার ব্যাপারে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর