দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি - Bangla Hunt

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি

By Bangla Hunt Desk - July 02, 2020

বালুরঘাট ২ জুলাই ; বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলাকারী তৃণমূলীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি।

আজ দুপুরে বালুরঘাট শহরের কাছাড়ি মোড় এলাকায় বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপি দলের সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপির অনান্য নেতৃত্বে একটি মিছিল বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা দিয়ে হেটে বালুরঘাট থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও আগে থেকেই পুলিশ থানার গেট বন্ধ করে রাখায় বিক্ষোভ প্রদর্শনকারিরা থানা চত্বরে ঢুকতে পারে নি। তবে বন্ধ গেটের বাইরে দাড়িয়েই বিজেপি নেতৃত্ব ও দলিয় কর্মী সমর্থকেরা গত কাল তাদের দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষের উপর তৃনমুলি দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন চালাতে থাকে, পাশাপাশি পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল থানায় গিয়ে দীলিপ ঘোষের উপর হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি থানার আইসির নিকট জমা দেয়।

পরে সাংবাদিকদের কাছে একই দাবিতে সরব হন বালুরঘাটের সাংসদ তথা জেলা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর