বিজেপিতেই যাচ্ছেন রাজীব, যোগদানের আগে কলকাতায় শুভেন্দুর সঙ্গে গোপনে বৈঠক - Bangla Hunt

বিজেপিতেই যাচ্ছেন রাজীব, যোগদানের আগে কলকাতায় শুভেন্দুর সঙ্গে গোপনে বৈঠক

By Bangla Hunt Desk - January 29, 2021

বাংলা হান্ট ডেক্স ; বিজেপিতে যোগদানের আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকে করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ ৩ তৃণমূল নেতা। শুক্রবার সন্ধ্যায় মধ্য কলকাতার একটি ঠিকানায় ১ ঘণ্টা ধরে বৈঠক হয়। বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এটা স্পষ্ট আগামী ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দিতে চলেছেন তাঁরা। 

সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজীববাবু ছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। বৈঠকে যোগদানের খুঁটিনাটি নিয়ে প্রায় ১ ঘন্টা আলোচনা হয়। যোগদানের আগে ও পরে তাঁদের কী রণনীতি হবে তা নিয়ে তিন জনকেই পরামর্শ দিয়েছেন শুভেন্দু। তিন জনেরই বিজেপিতে যোগদান নিয়ে গত কয়েকদিন ধরে জোর জল্পনা চলছে। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর