বিকেল ৫ টায় লকডাউন এর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ - Bangla Hunt

বিকেল ৫ টায় লকডাউন এর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ

By Bangla Hunt Desk - March 23, 2020

বালুরঘাট ২৩ মার্চ; বিকেল ৫টা থেকে করোনা সতর্কতা নিয়ে ২৩ টি পুরসভা সহ বালুরঘাট পুরসভাতেও আজ বিকেল পাচটা থেকে লকডাউন জারি করলেও বিকেল সাড়ে ৫ টাতেও মানুষ শেষ কেনাকাটায় ব্যাস্ত রয়েছে। তবে বালুরঘাট শহরের প্রবেশের প্রধান রাস্তা সহ অনান্য গুরুত্বপুর্ন রাস্তা কিন্তু অনান্য দিনের তুলনায় এই সময়ে কিছুটা হলেও যানবাহনের ভিড় হাল্কা হয়ে এসেছে। মানুষ ঘরে ফিরতে শুরু করেছে তবে সংখ্যায় কম।
এদিকে জেলা প্রশাসনের তরফে আজ বিকেলে বালুরঘাট শহরের প্রধান প্রধান রাস্তার মোড়ে মোড়ে টিভি লাগিয়ে ইলেকট্রনিক সিসেটেমে করোনা নিয়ে সতর্কতা মুলক সরকারি আচরন বিধি প্রচার চালানো শুরু করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর